তাইওয়ান চীনের অংশ এ সত্য কেউ পরিবর্তন করতে পারবেনা। বুধবার তাইওয়ানের গুরুত্বপূর্ণ একটি নীতি বিবৃতির ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে এক ভাষণে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিন পিং বলেন, আমরা দৃঢ়ভাবে তাদের বিরুদ্ধে যারা দুই চীনা অথবা এক চীন-এক তাইওয়ান অথবা স্বাধীন তাইওয়ানের জন্য ষড়যন্ত্র করছে। আমরা বিচ্ছিন্নতাবাদী এবং স্বাধীনতার স্বপক্ষে যে কোন শক্তিকে হারিয়ে অসাধারণ জয় অর্জন করেছি।
চীন তাইওয়ানের অংশ এবং প্রণালীর উভয় অংশ চীনের এই ইতিহাস এবং বৈধতা কোন ব্যক্তি কিংবা কোন দল পরিবর্তন করতে পারবেনা।চীন সকল ধরণের শক্তি যারা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং তাইওয়ানের স্বাধীন বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে যে কোন ধরণের ব্যবস্থা নেয়ার সকল ধরণের উপায় সংরক্ষণ করে বলেও জানান চীনের প্রেসিডেন্ট। এ সময় তাইওয়ানের নাগরিকদেরও চীনের সঙ্গে পুনরেকত্রীকরণের জন্য আহ্বান জানান শি জিন পিং।
Development by: visionbd24.com