তামাশার নির্বাচন করছে সরকার : রিজভী

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:০১ অপরাহ্ণ | 241 বার

তামাশার নির্বাচন করছে সরকার : রিজভী

সরকার গণতন্ত্রকে হত্যা করে তামাশার নির্বাচন করছে— জানিয়েছেন বিএনপির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়— প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সিইসি নুরুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর। সিইসি তার এ বক্তব্যে স্বীকার করে নিলেন যে, জনগণ ও দেশের রাজনৈতিক দলগুলোর কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।

তিনি আরো বলেন, যে দেশে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করা হয়- ভোট চুরি হয়- ভোট দিতে পারে না। সে দেশের মানুষ বর্তমান নির্বাচন কমিশনকে ধিক্কার ছাড়া অভিনন্দন পাওয়ার যোগ্য নয়। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সিইসি নুরুল হুদার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জীবনদর্শনের জন্য গণতন্ত্র এখন রাহুগ্রস্ত। কাজেই জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

Development by: visionbd24.com