স্বাধীনধারার চলচ্চিত্রের পথিকৃৎ নির্মাতা তারেক মাসুদের আজ জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার একটি ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। এতে দেখা যায়, হাতে ধরা একটি মাটির পাখি। তারেক মাসুদের বিখ্যাত ছবি ‘মাটির ময়না’ থেকে ধারনা নিয়ে ডুডলটি প্রকাশ করেছে গুগল।
গুগল লিখেছে, তারেক মাসুদ প্রথম বাংলাদেশি নির্মাতা যিনি অস্কারে অংশ নেন এবং কান চলচ্চিত্র উৎসবেও সম্মানিত হন। নিজ দেশের স্বাধীনধারার চলচ্চিত্র আন্দোলনে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারেক মাসুদের জন্ম ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর, ফরিদপুর জেলার নুরপুর গ্রামে। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে যান।
Development by: visionbd24.com