তিন কারণে ২০২৩ সালে বৈশ্বিক সংকট দেখা দিতে পারে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সবাইকে তা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, রিজার্ভের রেট বাড়ানো, কোভিড পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চীনে উৎপাদন কমায় ২০২৩ সালে বৈশ্বিক সংকট হবে। মন্ত্রিসভায় এ বিষয়ে আজ আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ২০২৩ সালের সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদেশি বিনিয়োগ ও খাদ্য মজুত বাড়াতেও নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
Development by: visionbd24.com