গতকাল পার্লামেন্টে দুই ঘন্টায় তিন দফা পরাজয় ঘটেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র। আজ তিনি বেক্সিট ইস্যুতে লিগ্যাল পেপার উত্থাপন করেছেন। তুমুল বিতর্কের মুখে স্পিকার জন বারকো দম নেওয়ার সময় পাচ্ছন না, অর্ডার অর্ডার বলেও থামানো যাচ্ছে না পার্লামেন্ট মেম্বারদের। তুমুল বিতর্কের মধ্যে আগামী মঙ্গলবারই সিদ্ধান্ত হবে টেরেসা মে’র বেক্সিট প্রস্তাবে তার হাউজের মনোভাব। হাউজ অব কমন্সে ৩২১/২৯৯ ভোটে হেরেছেন টেরেসা মে। কোয়ালিশন সরকারে অন্যতম অংশিদার ডিইউপি সহ নিজ দলের এমপিদের বিরোধিতার পর টেরেসা মে ভবিষ্যত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরী হলো।
Development by: visionbd24.com