তিন মাসের মধ্যে বেহাল রাস্তা মেরামতের নির্দেশ

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৪৮ অপরাহ্ণ | 576 বার

তিন মাসের মধ্যে বেহাল রাস্তা মেরামতের নির্দেশ

সড়কপথে চলাচলে দুর্ভোগ কমাতে ৩ মাসের মধ্যে বেহাল রাস্তাগুলো মেরামত করার নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সড়ক ভবনে সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তিনি কথা বলেন।

সড়ক পথে যাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশে বেহাল রাস্তাগুলো মেরামত করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের মেরামতের কাজে নিম্নমানের কাঁচামাল যাতে ব্যবহার করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্তক করে দেন।

আর ব্যয় বেশি হলেও টেকসই ও মানসম্পন্ন নির্মাণের ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় সড়ক মেরামত ও নির্মাণ কাজে নিম্নমানের কাঁচামাল ব্যবহার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি । সড়কের দুই পাশে রাস্তাগুলো দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

Development by: visionbd24.com