তুরস্কের অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারী দিয়ে জানিয়েছেন, তুরস্ক যদি সিরিয়ার কুর্দি যোদ্ধাদের ওপর সামরিক অভিযান চালায় তবে তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হবে।
এর আগে, সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সেখানে অভিযান চালানোর কথা বলে আংকারা। এই পরিপ্রেক্ষিতে এক টুইটার বার্তায় এই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।
ওই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি কুর্দিদের ওপর হামলা চালানো হয় তবে তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবো আমরা। একইভাবে আমরা এটাও চাই না যে, কুর্দিরাও তুরস্ককে প্ররোচিত করুক।
উল্লেখ্য, সিরিয়ায় মার্কিন বাহিনীর নেতৃত্বে আইএস দমন অভিযানে কুর্দি সংগঠন এসডিএফ-এর সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। সূত্র : আল-জাজিরা
Development by: visionbd24.com