তুরস্কে ট্রেন দুর্ঘটনা, ৪ জনের প্রাণহানি

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ১২:২৬ অপরাহ্ণ | 548 বার

তুরস্কে ট্রেন দুর্ঘটনা, ৪ জনের প্রাণহানি

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। গভর্নর ভাসিপ সাহিন বলেন, দুর্ঘটনার কবলে পড়া দ্রুতগতির ট্রেনটি আঙ্কারা থেকে তুরস্কের কেন্দ্রীয় প্রদেশ কনিয়া যাচ্ছিল। দুর্ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই সেখানে জরুরী উদ্ধারকারীদল হাজির হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।

Development by: visionbd24.com