জাপান উপকূলে মার্কিন মেরিন কোরের দুটি যুদ্ধবিমানের মধ্যে ধাক্কা লাগার পর থেকে ছয় মার্কিন মেরিন সেনা নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পর উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে। খবর বিবিসির।
মার্কিন গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার মধ্যাকাশে রিফুয়েলিং মহড়া দেওয়ার সময় কোনো ভুলে দুটি বিমানের মধ্যে সম্ভবত ধাক্কা লাগে। তবে কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা এখনো নিশ্চিত করেনি।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানায়, জাপানের হিরোশিমা কাছাকাছি ইয়াকুনি থেকে সাতজন আরোহীসহ উড্ডয়ন করে এফ/এ-১৮ ও কেসি-১৩০ হারকিউলিস রিফুয়েলিং বিমানটি।এফ/এ-১৮ বিমানটিতে পাঁচজন ও কেসি-১৩০ বিমানটিতে দুজন আরোহী ছিলেন। মেরিন কোরের এয়ার স্টেশন নিয়মিত প্রশিক্ষণ গ্রহণকালে ‘দুর্ঘটনা’ ঘটে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনার সময় দুটি বিমানে থাকা সাত জন মেরিনের মধ্যে এ পর্যন্ত একজনকে উদ্ধার করেছে তাদের মেরিন বাহিনী। তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন মার্কিন ও জাপানি কর্মকর্তারা।
Development by: visionbd24.com