পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রি ফিরোজ খান নূনের স্ত্রীর নামে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ! এই স্কুলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক তারামন বিবি’ নামে করা হোক। গুণ দা (Nirmalendu Goon MinorPoet) বলেছেনঃ এটার মধ্যে একটা পাকিস্তান পাকিস্তান ঘ্রাণ আছে। এই দুর্গন্ধ দ্রুত দূর করা হোক।
বিজয়ের মাসে আমাদের এই প্রস্তাবে অনেক রাজাকারের বাচ্চা শিবিরেরা প্রতিবাদ করেছে। [পাকিস্তান-পাকিস্তান দুর্গন্ধে জুবেরীরা বিভোর!] তাই তাদের যুক্তি, পাকিস্তানি স্ত্রী ভিকারুননিসা নূন একজন অষ্ট্রেলিয়ান।
এই ভিকারুননিসা নূন টু শব্দটি করেন নি, যখন পারি আর তাদের দোসর রাজাকার-আলবদরেরা লক্ষ লক্ষ মা-বোনের সভ্রম হানী করেছে। তখন এই ভিকারুননিসা নূন কোথায় ছিলেন? অষ্ট্রেলিয়ান ওডারল্যান্ড মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। অনেক বেদেশি বন্ধু জেল খেটেছেন, গিনবার্গ, জর্জ হ্যারিসন, ডিয়ার লেভিশ থেকে শুরু করে আদ্রে মারলো বহু বিদেশি প্রতিবাদ করেছেন। অথচ ভিকারুননিসা নূন তখন টু শব্দটি করেন নি!
Development by: visionbd24.com