বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এভাবে নির্বাচন করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেলবে। এতে নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আর আস্থা থাকবে না। প্রশাসনের ওপর মানুষের আর আস্থা থাকবে না। এটা দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল।
ঠাকুরগাঁও-১ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের কাছে এ মন্তব্য করেন। এই আসনে ১০০ কেন্দ্র দখল করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
Development by: visionbd24.com