দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুস্টার টিকার ডোজ শুরু থেকে এখন পর্যন্ত ৫ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৯০০ ডোজ সম্পর্ণ। এছাড়া সোমবার ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫৬ হাজার ৬২৮ জনকে।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১৪ নভেম্বর পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা ১৪ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬৪৩ ডোজ সর্ম্পণ এবং দ্বিতীয় ডোজ ১২ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩০ ডোজ দেওয়া হয়েছে সারাদেশে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ নভেম্বর প্রথম ডোজ পেয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৪৬৭ এবং দ্বিতীয় ডোজ ৭৬ হাজার ৮৭৪ জন। এসব টিকা দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, এবং জনসন অ্যান্ড জনসনের টিকা স্বাস্থ অধিদপ্তরে এক তথ্যে প্রকাশ।
উল্লেখ্য, দেশে প্রথম ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তাকে করোনার টিকা দেওয়া হয়। এর মধ্য দিয়ে মহামারি নিয়ন্ত্রণের নতুন যুগে প্রবেশ করে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি দেশে করোনার গণটিকাদান শুরু হয়। ৫-১১ থেকে বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৭ বছরের কিশোরদেরও দেওয়া হচ্ছে।
Development by: visionbd24.com