‘ধর্ষকদের নাম-পরিচয় ভালোভাবে প্রচারের নির্দেশ’

শনিবার, ০৯ মার্চ ২০১৯ | ৩:৫৫ অপরাহ্ণ | 389 বার

‘ধর্ষকদের নাম-পরিচয় ভালোভাবে প্রচারের নির্দেশ’

শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়— সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাবেন— তবে নিজেদেরই সেই ক্ষমতা অর্জন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারী দিবস উদযাপন অনুষ্ঠানে ধর্মের নামে যারা নারীর অগ্রযাত্রা থামাতে চায় তাদেরও সমালোচনা করেন শেখ হাসিনা। ধর্ষকদের বিরুদ্ধে নেয়া কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নাম-পরিচয়, চেহারা ভালোভাবে প্রচার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রায়ই দেখি শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এসব করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। এ সময় বিভিন্ন ক্ষেত্রে নারীদের সফল অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নামে যারা নারীর অগ্রযাত্রা থামাতে চায় তাদেরও সমালোচনা করেন। তবে ভীত না হয়ে অধিকার আদায় এবং ক্ষমতা প্রয়োগে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

Development by: visionbd24.com