ধাঁধা লাগিয়ে দেয়া মোবাইল

সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ১১:২৭ পূর্বাহ্ণ | 770 বার

বাংলা সিনেমার একটা গান ছিলো, শোনেন শোনেন ময়নার মা গো কইলে বিশ্বাস করতেন না গো। আজকের প্রজন্ম বিশ্বাস করতে চাইবে না বা ভাবতে পারবেনা আমরা মোবাইল কি চিজ জানতাম না।

যিনি আমাদের চিনিয়েছিলেন সেই মহান ব্যক্তিটি ছিলেন ধুরন্ধর। তাঁর আমদানীকৃত সেই ছোট ছোট ফোনগুলো আমরা ভাবতাম মঙ্গল গ্রহের অলীক কিছু। কাঁচের বাক্সের ভেতর হীরের মতো রাখা একেকটি সেটের দাম ছিলো লাখ টাকা।

সেইযে ধাঁধা লাগিয়ে দেয়া মোবাইল সেট আমরা ভিখারীর মতো শোরুমে গিয়ে দেখে নয়ন মন সার্থক করতাম, আজ তা সবার হাতে হাতে। রিকশাওয়ালা থেকে ধনী বা চায়ের দোকানদার থেকে বুয়া সবাই নিয়ে ঘোরেন ঘুরতে পারেন।

মজা লাগলো সেই মনোপলি বাণিজ্যের গড ফাদার মোর্শেদ খানের টাকা বিত্ত কিছুই গোণায় ধরলোনা তার দল বিএনপি। বাদ গিয়াছেন মোর্শেদ খান। প্রকৃতির বিচার ছেড়ে কথা বলে?

Development by: visionbd24.com