ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ চালু হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। জমকালো আয়োজনে গতকাল শনিবার ২৬ জানুয়ারি থেকে যাত্রা শুরু করলো নতুন সিনেপ্লেক্স। তারকাবহুল এই উদ্বোধনীতে ছিলেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। তিনি স্টার সিনেপ্লেক্স এর এই নতুন শাখা নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন।
শাকিব খান বলেন, ভালো সিনেমা প্রদর্শনের জন্য প্রয়োজন ভালো সিনেমা হল। নতুন স্টার সিনেপ্লেক্স সে অভাব কিছুটা পূরণ করলো। ধানমন্ডির মতো একটি এলাকাতে ভালো একটা সিনেমা হল ছিল না। এবার এ এলাকার মানুষের সিনেমা হলের চাহিদা পূর্ণ করবে নতুন সিনেপ্লেক্স। এর উদ্যোক্তাদের জানায় আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আশা করি, তারা সিনেমার জন্য এভাবেই কাজ করে যাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী, অভিনেত্রী বিপাশা হায়াত, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ভাবনা, সোহানা সাবা, নায়ক রোশান, শিমুল খানসহ শো-বিজ জগতের নায়ক-নায়িকা, নির্মাতা, কর্পোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিরা।
Development by: visionbd24.com