নওগাঁর আত্রাই উপজেলা থেকে ফারজানা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ধারণা, ফারজানা ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত ফারজানা আত্রাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের এরশাদ আলী মোল্লার স্ত্রী।
বুধবার রাতে উপজেলার পূর্ব দুর্গাপুর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ফারজানা।
স্থানীয়রা জানায়, রাতে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ফারজানাকে ডাকাডাকি করতে থাকেন। পরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পান ফারজানা ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
Development by: visionbd24.com