নওগাঁয় ভোটের দায়িত্ব পালনকালে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

সোমবার, ১৮ মার্চ ২০১৯ | ১০:৩৪ পূর্বাহ্ণ | 282 বার

নওগাঁয় ভোটের দায়িত্ব পালনকালে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর মহাদেবপুরে নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনের সময় মাজেদুল ইসলাম (৪৮) নামে এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। মাজেদুল উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত ছিলেন এবং মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সকালে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য ওই ভোট কেন্দ্রে যান তিনি। এ সময় হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, ভোট কেন্দ্রের কর্মকর্তার মৃত্যুর পরও ওই কেন্দ্রে অন্য প্রিজাইডিং কর্মকর্তা দিয়ে যথাসময়ে ভোট গ্রহণ শুরু করা হয়েছে।

Development by: visionbd24.com