নভেম্বরে কমেছে রেমিট্যান্স

মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | ১০:১৭ পূর্বাহ্ণ | 569 বার

নভেম্বরে কমেছে রেমিট্যান্স

টানা তিন মাসের উর্ধগতির পর হোঁচট খেয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ। নভেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ কমেছে। চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ডলার। যা অক্টোবর মাসের চেয়ে ৬ কোটি ডলার বা ৩.১২ শতাংশ কম।

এ বছরের নভেম্বর মাসের রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই মাসের চেয়েও কম। গত বছরের নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১২১ কোটি ডলার। গত নভেম্বর মাসের রেমিট্যান্স আগের বছরের নভেম্বরের চেয়েও ৩ কোটি ডলার কম।

তবে নভেম্বরে কমলেও আগের চার মাসের উর্ধগতির কারণে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের ৯ দশমিক ৬৭ শতাংশ বেশি। গত পাঁচ মাসে দেশে ৬২৯ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

আগের বছরের একই সময়ে এসেছিল ৫৭৩ কোটি ডলার। এদিকে নভেম্বর মাসে রেমিট্যান্স কমে যাওয়ার ঘটনায় ব্যাংকার, অর্থনীতিবদসহ সংশ্লিষ্টরা বেশ বিষ্মিত। কারণ সম্প্রতি ডলারের বিপরীতে টাকার দাম কমেছে। স্থানীয় মুদ্রার মান কমলে সাধারণত দেশে রেমিট্যান্স বেড়ে থাকে।

নভেম্বর মাসে কেন ঠিক উল্টো ঘটনা ঘটেছে তার কারণ বলতে পারছেন না কেউ। তবে সংশ্লিষ্টরা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন। তাদের আশাবাদ চলতি ডিসেম্বর মাস শেষে রেমিট্যান্স প্রবাহ ফের ঘুরে দাঁড়াবে।

এনপিবি/এস

Development by: visionbd24.com