নাজিরপুরে বয়স্ক ভাতা আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ | ১১:৩৯ পূর্বাহ্ণ | 220 বার

নাজিরপুরে বয়স্ক ভাতা আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে বয়স্ক ভাতা আনতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধের নাম আব্দুল হাকিম মিয়া।

তিনি উপজেলার ৩ নম্বর দেউলবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের মৃত ছৈয়দ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ আজ বৃহস্পতিবার সকালে বয়স্ক ভাতা আনতে উপজেলার বৈঠাকাটা কৃষি ব্যাংকে যান। সেখানে বয়স্ক ভাতা নিতে আসা কার্ডধারীদের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সকাল সাড়ে ১০টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তপন হালদার জানান, ওই বৃদ্ধের বয়স এক শ বছরের কাছাকাছি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার কোনো পুত্রসন্তান না থাকায় ওই দিন সকালে জামাতার সাথে নৌকাযোগে বয়স্ক ভাতা আনতে বৈঠকাটা কৃষি ব্যাংকে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. ওয়ালিউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই বৃদ্ধ আগে থেকেই অসুস্থ ছিলেন।

কৃষি ব্যাংক বৈঠাকাটা শাখা ব্যবস্থাপক আ. বারেক মিয়া জানান, ওই বৃদ্ধ নৌকায় বসেই মারা গেছেন। ব্যাংকে টাকা নিতে আসতে পারেননি।

Development by: visionbd24.com