ময়মনসিংহের নান্দাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ উদ্দিন খানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, কানারামপুর বাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে মোর্শেদ উদ্দিন খান মোটরসাইকেলে করে মোয়াজ্জেমপুরের তার বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মোর্শেদ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এদিকে, মোর্শেদ উদ্দিন খান হত্যার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
Development by: visionbd24.com