জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তার গ্রহণযোগ্যতার গন্ডি বাংলাদেশ পেরিয়ে পাশের দেশ ভারতেও প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বর্তমান সময়ে দেশের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন তা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি নাম্বার ওয়ানে বিশ্বাস করেন না। সম্প্রতি জয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, এক নম্বরের পরে আর সামনে এগিয়ে যাওয়ার কোনো নম্বর হয় না। তাই আমি এক নম্বরে কোনো দিন থাকতে চাই না।
বাংলা চলচ্চিত্রে নিজেকে এক নম্বর নায়িকা ভাবতে নারাজ জয়া আহসান। এ বিষয়ে তিনি আরও বলেন, নম্বরের রেটিং তাদের জন্য যারা ফর্মুলার ছবি করেন। আমি তো তা করি না। আমি যে সব শিল্পমানের ছবি করি তার প্রেক্ষিতে দর্শক যদি বলেন, আমি অভিনয় জানি, পারি। আমি তাতেই খুশি। জয়ার বিশ্বাস এই সময়ে শুধু ভাল অভিনয় করলেই এক নম্বরের র্যাঙ্কিং বা সফল অভিনেত্রী হওয়া যায় না। তিনি বলেন, ও সব অর্জন করতে স্ট্র্যাটেজি লাগে। আমি স্ট্র্যাটেজি মেকার হতে চাই না। শিক্ষার্থী হয়ে আজীবন অভিনয় শিখে যেতে চাই।
Development by: visionbd24.com