নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানি ১

শনিবার, ১৮ মার্চ ২০২৩ | ৩:০১ অপরাহ্ণ | 22 বার

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানি ১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।

তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রানা মিয়া বলেন, এটি একটি পুরাতন ভবন ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Development by: visionbd24.com