নারায়ণগঞ্জ কারাগার সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ড

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | ৯:৪৭ পূর্বাহ্ণ | 557 বার

নারায়ণগঞ্জ কারাগার সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন কেন বা কিভাবে ধরলো সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

Development by: visionbd24.com