নারী নির্যাতনকারীর পরিচয় উন্মোচন করতে হবে : প্রধানমন্ত্রী

শনিবার, ০৯ মার্চ ২০১৯ | ১:০৫ অপরাহ্ণ | 418 বার

নারী নির্যাতনকারীর পরিচয় উন্মোচন করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না, সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৯ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নারী নির্যাতনকারীর পরিচয় সমাজের সর্বস্তরে উন্মোচন করে দিতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নারী যদি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে তাহলে পরিবারে, সমাজে তার মতামতের গুরুত্ব থাকবে। এই গুরুত্ব পাওয়ার জন্য নারীদের শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, শুধু আইন করলে হবে না তার সাথে সচেতনতা বাড়াতে হবে। নারীর মতামতের গুরুত্ব বাস্তবায়নে নারী পুরুষ সকলে এক হয়ে কাজ করা আহ্বান জানান তিনি।

Development by: visionbd24.com