নিউ ক্যালেডোনিয়ায় বোয়িং ৭৮৭ প্লেনের জরুরি অবতরণ

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ১:৫৬ অপরাহ্ণ | 287 বার

নিউ ক্যালেডোনিয়ায় বোয়িং ৭৮৭ প্লেনের জরুরি অবতরণ

অস্ট্রেলিয়ার ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯০০ মডেলের একটি প্লেনের ককপিট থেকে ধোয়া বের হওয়ায় সেটি ফ্রান্স নিয়ন্ত্রিত নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (২৫ মার্চ) প্লেনটি নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নওমিয়ার লা টনটোটা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের এ এয়ারক্রাফটি ২৫৬ জন যাত্রী নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু করেছিল। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদেই প্লেনটি থেকে নামানো হয়েছে। সেসময় প্লেনটির ককপিট থেকে ধোয়া বের হতে দেখেছেন বলেও জানিয়েছেন তারা। ধোয়া বের হবার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

স্থানীয় এক রেডিও স্টেশন জানিয়েছে, এতে প্লেনে থাকা কোনো যাত্রী আহত হননি। আপাতত রাতটা যাত্রীরা মেলবোর্ন থেকে দুই হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত নওমিয়া শহরেই কাটাবে। রোববার (১০ মার্চ) ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের প্লেন বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৫৭ জন আরোহীর সবারই মৃত্যু হয়েছিল। এরপর থেকে বিশ্বব্যাপী বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের প্লেনের ব্যবহার বন্ধ রাখা হয়েছে।

Development by: visionbd24.com