নিজেদের দোষ সরকারের ওপর চাপাচ্ছে ঐক্যফ্রন্ট

শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | ১:৪৬ অপরাহ্ণ | 538 বার

নিজেদের দোষ সরকারের ওপর চাপাচ্ছে ঐক্যফ্রন্ট

 

বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা-বিশৃঙ্খলা করছে এবং সে দোষ সরকারের ওপর চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ভরাডুবি বুঝতে পেরে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা চেষ্টা করছে।

আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ঐক্যফ্রন্টের এসব কার্যকলাপ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায় বলে মন্তব্য করেন নানক।

 

Development by: visionbd24.com