রাজধানী গুলশানে গত শনিবার রাতে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো অভিনেত্রী শবনম ফারিয়ার গায়ে হলুদ। নিজের জমকালে হলুদ সন্ধ্যায় বন্ধু ও সহকর্মীদের নাচের পাশাপাশি নিজেে কোমর দুলিয়ে নাচলেন শবনমও। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা এখন ভাইরাল।
অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তিশা, টয়া, তানিয়া আহমেদ, সাদিয়া জাহান প্রভা, অভিনেতা সজল, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, সঙ্গীতশিল্পী কোনাল, বাঁধন সরকার পূজা প্রমুখ।
এদিকে আগামী মাসের প্রথম দিন তার বিবাহোত্তর সংবর্ধনা। গত বছরই তাদের আকদ হয়ে গেছে। বর হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়ের জন্য তোড়জোড়ে প্রস্তুতি নিচ্ছেন সুদর্শনী ফারিয়া। এ জন্য অভিনয় থেকে ছুটি নিয়েছেন।
Development by: visionbd24.com