একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধ্যরাত থেকে সারাদেশে সশস্ত্রবাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত দেশের আইন ও শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিশ্চিত করতে তারা নির্বাচন কমিশন ও অসামরিক প্রশাসনকে সহায়তা দেবে।
রবিবার সন্ধ্যায় আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের ৩৮৯ টি উপজেলায় সেনাবাহিনী, ১৮ উপজেলায় নৌবাহিনী ও ৮৭ উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহণ বিমান সহায়তা প্রদানে প্রস্তুত রাখা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায়, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে, দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিতে শুরু করেছেন। রাজধানীর বাইরে নাটোর টেক্সাটাইল ইনস্টিটিউটে অবস্থান নিয়েছে বগুড়ার মাঝিড়া সেনানিবাস থেকে আসা ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়ান সদস্যরা।
Development by: visionbd24.com