নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্যই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের প্রার্থিতা ঘোষণার পর মনোনীতদের হাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের বলেন, যাদেরকে এখন মনোনয়ন দেয়া হয়েছে তাদের নামে কোনো অভিযোগ থাকলে প্রত্যাহারের আগে তারা বাদ পড়বেন। তিনি আরো জানান, উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই প্রার্থী হয়েছেন কেন্দ্রের বারণ তারা শোনেননি। চিঠি দেয়া কার্যক্রম ঘুরে দেখে সাংবাদিকদের কাদের বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা নির্বাচন আশা করছেন তারা।
চুতর্থ দফার নির্বাচনে মেয়র পদে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন— সেখানে কারও বিরদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে, অভিযোগ থাকায় তিন জনকে চিঠি দেয়া হয়নি বলে জানান তিনি। বিএনপি কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও তাদের তৃণমূল সে সিদ্ধান্ত মানছে না বলে জানান ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনে দলের যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Development by: visionbd24.com