একাধম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার বিকেল ৫টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, মেসি-নেইমার গোল মিস করতে পারে কিন্তু আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আসবে না। এখন তারা নাকে খত দিয়ে এবারের নির্বাচনে এসেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যেন কোনো অজুহাতে মাঠ থেকে পালিয়ে না যায়। ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে লাল কার্ড দেখিয়ে তাদের বিতাড়িত করবে। নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে।
Development by: visionbd24.com