জাতীয় সংসদ নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপিকে কালো ব্যজ ধারনের কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির আজকের কর্মসূচির সমালোচনা করে এ মন্তব্য করেন কাদের। এসময় উপজেলা নির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি না এলেও প্রার্থীর অভাব হবে না তাই বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনেরও আশঙ্কা থাকছে না।
নির্বাচনে অংশ নেয়া বিএনপি অধিকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সুযোগ করে দেয়ার কিছু নেই। হেরে যাওয়ার ভয়ে তারা এ নির্বাচন বয়কট করছে বলেও মন্তব্য করেন তিনি। কাদের আরো বলেন, বিএনপি কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করলেও স্থানীয় পর্যায়ে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।
Development by: visionbd24.com