উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না করা কমিশনের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তবে সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে জানান তিনি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আরো বলেন, প্রিজাইডিং অফিসারদের যত ভালো প্রশিক্ষণ দেয়া যাবে নির্বাচন তত ভালো হবে।
পোলিং এজেন্টরা যেন কেন্দ্রে থাকতে পারে তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এছাড়া ভোটাররা যেন নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন সে বিষয়ে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সিইসি। পাশপাশি কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রভাবিত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।
Development by: visionbd24.com