দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। রাষ্ট্রকে ব্যবহার করে ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে বলে আবারো অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় ফখরুল বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থেকে প্রমাণ করতে চায় আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন নির্বাচনের কোন পরিবেশ নেই। প্রকাশ্যে রাম-দা, লাঠিশোঠা নিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিভিন্ন পাড়ায় ঢুকে বলছে ভোট কেন্দ্রে কেউ যাবে না। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে রাষ্ট্রের সম্পূর্ণ প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে। আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। দেখতে চাই দেখাতে চাই আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
Development by: visionbd24.com