নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, কোনো নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পক্ষপাতের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুক্রবার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যদি কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা ইসি ও আদালতে এ ব্যাপারে প্রতিকার চাইতে পারেন।’
মো. রফিকুল ইসলাম বলেছেন, গণভবনে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
Development by: visionbd24.com