নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই : সেতুমন্ত্রী

শনিবার, ১২ জানুয়ারি ২০১৯ | ১:০১ অপরাহ্ণ | 532 বার

নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।

শনিবার সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ সড়কে বিআরটিএর ভ্রাম্যমান আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আ.লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, আগামী অক্টোবরে কাউন্সিল হবে। এর আগে কোনো কাউন্সিল হবে না।

Development by: visionbd24.com