ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সারা দেশে ৫০ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছে বলেও জানান সেনাপ্রধান।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে এলাকাভিত্তিক ভাগ করে দিয়েছি, কোথাও পুলিশ কোথাও বিজিবি কোথাও র্যাব যাচ্ছে ,কোথাও সেনাবাহিনী যাচ্ছে। আমরা অলরেডি সারা দেশে ৫০ হাজার সেনাবাহিনী মোতায়েন করেছি। তারা সব সময় টহল দিয়ে যাচ্ছে। আমরা সবাইকে কাজের মধ্যে রেখেছি। যাতে কেউ অরাজকতা করতে না পারে সেটিই আমাদের লক্ষ্য থাকবে।
Development by: visionbd24.com