নির্মাণাধীন পদ্মা সেতুতে বসানো হয়েছে আরো একটি স্প্যান। এর আগে সেতুর জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান আনা হয়। বসানোর পর দৃশ্যমান হয় সেতুর ১২০০ মিটার। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সোমবার সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভাসমান ক্রেন-তিয়ান ই তে করে নিয়ে যাওয়া হয় স্প্যানটি। বিকালে সেটি জাজিরায় পৌঁছে।
আজ সকালে স্প্যান বসানোর কাজ শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে কাজ শুরু করতে দেরি হয়ে যায়। এই স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে স্প্যানের সংখ্যা হলো সাতটি। সেখানে দৃশ্যমান হবে সোয়া এক কিলোমিটার এলাকা। আর সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে পরীক্ষামূলকভাবে একটি স্প্যান বসানো হয়েছে আগেই।
Development by: visionbd24.com