নূরকে বুকে জড়িয়ে ধরলেন ছাত্রলীগ সভাপতি

মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | ৫:২৯ অপরাহ্ণ | 427 বার

নূরকে বুকে জড়িয়ে ধরলেন ছাত্রলীগ সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি নুরুল হক নূরকে বুকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও পরাজিত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও নুরুল হক নূর পরস্পর আলিঙ্গন করেন।

এ সময় সব ভুলে একসঙ্গে কাজ করার কথা বলেন শোভন। ভিপি নূর কর্মসূচি তুলে নিলেও পুননির্বাচনের দাবিতে অটল আছেন। এর আগে বেলা দুটায় টিএসসিতে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও তার সহকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। দুপুরে সহকর্মীদের নিয়ে হাসপাতাল থেকে ঢাবি ক্যাম্পাসে আসেন নবনির্বাচিত ভিপি।

Development by: visionbd24.com