ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, আমি হেরে গেছি, আমার মধ্যে কি ব্যথা নাই? এমন কিছু করো না যেন ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি, দেশের পরিবেশ নষ্ট হয়। যা হয়েছে সেটা মেনে নাও। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক, তাদের সাথে বেয়াদবি করতে পারবো না।
আজ মঙ্গলবার দুপুরে ভিসি চত্ত্বরে নেতাকর্মীদের শান্ত করতে এসে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের এই নির্দেশনা দেন। ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচিত ভিপি নুরুল হক নূর আমাদের সাথে কাজ করবে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ‘শিবির’ ‘শিবির’ বলে শ্লোগান দেয়।
শোভন পুনরায় বলেন, বাংলাদেশ ১৬ কোটি মানুষের, তাদের সবাইকে আমাদের দেখে রাখতে হবে। কাউকে পর করে দিলে হবে না। ছাত্রলীগের কর্মীদের মন অনেক বড়। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। নূর আমাদের সাথে থাকবে। এ সময় আবারো স্লোগান ওঠে ‘শিবিরকে মানবো না, মানবো না।
এর আগে মঙ্গলবার সকালে ছাত্রলীগের কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সড়কে মানববন্ধন করেন এবং পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে তারা স্লোগান দেন ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না, ‘শিবির সমর্থিত নূরু ৪৩ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হতে পারে না।’ উল্লেখ্য, ডাকসুতে ভিপি ছাড়া সবগুলো পদেই জয়ী হন সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের প্রার্থীরা। ভিপি পদে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনকারীদের মোর্চা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নূরুল হক নূর।
Development by: visionbd24.com