নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের প্রাণহানি

রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯ | ৯:০০ পূর্বাহ্ণ | 433 বার

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের প্রাণহানি

নেত্রকোনায় অটোরিকশায় বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে তার মেয়ে। নেত্রকোনো সদর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত হাবিবাকে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রকিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা তানিয়া আকতার (৩৫) ও তার ছেলে মোমেন (১২)। তাদের বাড়ি নেত্রকোনার আটপাড়া এলাকায়। জানা গেছে, সকালে অটোরিকশায় মা তার দুই সন্তানকে নিয়ে নেত্রকোনা থেকে আটপাড়া এলাকায় নিজ বাসায় ফিরছিলেন।

এ সময় মদন থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত তানিয়া আক্তারের মেয়ে হাবিবা এ সময় গুরুতর আহত হয়। মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Development by: visionbd24.com