নোয়াখালীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:৩০ পূর্বাহ্ণ | 474 বার

নোয়াখালীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে চোর সন্দেহে এক ব্যক্তিকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। রাতে একদল চোর পশ্চিম চর উরিয়া গ্রামের মালেক এর বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে এসে তাদেরকে ঘিরে পেলে। এসময় অন্যরা পালিয়ে গেলে এক ব্যক্তি গ্রামবাসীর হাতে ধরা পড়ে।

ধৃত ব্যক্তিকে চোর সন্দেহে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি মারা গেছেন বলে জানায় সুধারাম থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম, তাজু মিয়া, নুরুল আমিন জানান গত এক সপ্তাহে চর উরিয়া গ্রামের রমিজ ড্রাইভার বাড়ির আজাদ মিয়ার ঘর, চৌকিদার সওদাগরের বাড়ি, সিরাজের বাড়ি, খোকনের বড়ি, পূর্ব এওজবালিয়া গ্রামের বাহার উদ্দিনের বাড়ি, কালা চাঁদপুর গ্রমের মহিষ ব্যপারী বাড়ি, সোনাদিয়া গ্রামের আবুল মাঝির বাড়ি, মালেক ব্যাপারী বাড়ি, কনস্টেবলের বাড়ি, শুল্লুকিয়া গ্রামের নবীর বাপের বাড়িসহ অন্তত ১২ বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। চুরি-ডাকাতি প্রতিরোধে গ্রামবাসী প্রতি রাতেই রাত জেগে পাহারায় থাকেন।

Development by: visionbd24.com