নোয়াখালীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

রবিবার, ২৪ মার্চ ২০১৯ | ১২:৫৫ অপরাহ্ণ | 462 বার

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর কবির হাট উপজেলার নলুয়া গ্রামে শামছুন নাহার শাকি (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি যৌতুকের জন্য তাকে পিটিয়ে ও বিষ পান করিয়ে হত্যা করেছে স্বামী ও শশুর বাড়ীর লোকজন।

অপরদিকে, চাটখিল উপজেলার সাতরা পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আকলিমা আক্তার কাজলী (২৮) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে গেছে। ৯ বছর আগে সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের প্রবাসী আবদুল কাদেরের মেয়ের সাথে বিয়ে হয়। তাদের পরিবারে একটি সন্তান রয়েছে।

Development by: visionbd24.com