নোয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৯:২৩ পূর্বাহ্ণ | 547 বার

নোয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

নোয়াখালীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বড়পোল এলাকায় এ দুর্ঘটনা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতে নোয়াখালীর সোনাপুর থেকে ফেনীর উদ্দেশে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। এটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী নিহত হন। পরে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

Development by: visionbd24.com