নৌকায় ভোট চাইলেন অপু বিশ্বাস

বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮ | ৭:১৮ অপরাহ্ণ | 789 বার

কিছুদিন পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক দল গুলোর নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে দেশের প্রধান দুইটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন শোবিজের অনেক তারকা। সেই ধারাবাহিকতায় এবার দেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ভোট চাইলেন নৌকার পক্ষে। বুধবার রাতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেওয়া একটি ভিডিও বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায়ভোট চেয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিতকায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দিবেন তো?’

Development by: visionbd24.com