নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ | ৯:১১ পূর্বাহ্ণ | 519 বার

নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক রুম্মান হোসেন রোমিও (২৮)।

পুলিশের দাবি তার নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে সদরের কাড়ারবিল এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

নিহত রোমিও নড়াইল সদরের মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশের দাবি, নিহত রোমিও একজন শীর্ষ সন্ত্রাসী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন। তিনি জানান, গোপন খবর পেয়ে নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন রোমিও।

Development by: visionbd24.com