নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামে ফাতিমা আক্তারকে (১৯) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নলিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফাতেমা কালিনগর গ্রামের মকলেস মোল্লার মেয়ে। ফাতেমা অনার্সের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই রিপন মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ। নড়াগাতি থানার ওসি (তদন্ত) রজব আলী জানান, রিপন প্রথমে ফাতিমাকে মাথায় আঘাত করে। পরে বাড়ির পাশের নদীতে চুবিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
Development by: visionbd24.com