পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

শনিবার, ১০ জুন ২০২৩ | ৫:১৭ অপরাহ্ণ | 24 বার

পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

রাজশাহী ঘেষা পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শনিবার (১০ জুন) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এরা হলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী খন্দকার রিফাত ও সারোয়ার সায়েম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টা খানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এসময় আরেক বন্ধু সায়েম তাকে উদ্ধারে এগিয়ে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা প্রচেষ্টা করে তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, তাদের ৬ জন ডুবুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

Development by: visionbd24.com