চকবাজারে যতো কেমিক্যাল গোডাউন ও কারখানা রয়েছে সবগুলোকেই পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিলো। তবে সম্বনয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তা এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, ওয়াহেদ ম্যানশনে মজুদকৃত কেমিক্যাল সরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তবে প্রথম কাজ স্বজনদের কাছে মরদেহ পৌঁছে দেয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। সরকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে।
Development by: visionbd24.com