হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ৫ বছর পর তার পাসপোর্টটি ফেরত পাচ্ছেন। ২০১৩ সালের ৫ মে গ্রেফতার হওয়ার পর তার পাসপোর্টটি জব্দ করা হয়েছিল। আজ মঙ্গলবার আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং পাসপোর্ট ফেরত দেয়ার আহ্বান জানান হেফাজত আমির আল্লামা আহমদ শফী।
Development by: visionbd24.com