পাকিস্তানের অর্থনীতি তলানির দিকে যাচ্ছিল নেওয়াজ শরীফের আমলেই। পাকিস্তানের আর্থিক দুরবস্থা থেকে উদ্ধার করতে আপাতত ধার দিচ্ছে চীন। চীন পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে। আগামী সোমবারের মধ্যেই সেই টাকা পাকিস্তানের কাছে আসবে বলে জানা গেছে।
পাকিস্তান প্রশাসনের অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা খাকান নাজিব খান বলেছেন, চীনের পাকিস্তানকে টাকা দেয়ার সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চীন সরকারের পক্ষ থেকে ওই টাকা জমা হবে স্টেট ব্যাংক অব পাকিস্তানে। আগামী ২৫ মার্চের মধ্যে সেই টাকা জমা পড়ে যাবে।
ইতিমধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থেকে ১০০ কোটি ডলার করে পেয়েছে পাকিস্তান। গত বছর অক্টোবরে বিরোধ ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী মোট ৬০০ কোটি ডলার দেয়ার কথা ছিল পাকিস্তানকে। গত বছরের নভেম্বরেই চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের। সেখানেই চীন পাকিস্তানকে সাহায্য করার প্রস্তাব দেয়। এরপর চীনের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে বেইজিং একাধিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করছে।
Development by: visionbd24.com